মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টুইটারের পর ব্লু ব্যাজ ফেসবুক ও ইনস্টাগ্রাম

টুইটারের পর এবার ‘ব্লু’ ব্যাজ মিলছে ফেসবুকে, ইনস্টাগ্রামেও। সম্প্রতি প্রিমিয়াম পরিষেবা শুরু করার কথা ঘোষণা দিয়েছে মেটা কর্তৃপক্ষ। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা এই পরিষেবার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তাঁদের অ্যাকাউন্টকে ‘ব্লু’ ব্যাজ দেওয়া হবে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই পরিষেবাটি চালু করবে মেটা। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার (প্রায় ১২ হাজার টাকা) নেওয়া হবে। আইওএস প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা পড়বে ১৪.৯৯ ডলার (প্রায় ১৫ হাজার টাকা)। রবিবার মেটার তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে একটি মাসিক সাবস্ক্রিপশন পরিষেবা দেওয়া হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘মেটা ফেরিফাইড’। সেই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করাতে পারবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তাদের ‘ব্লু’ ব্যাজ প্রদান করা হবে।

 

সর্বশেষ খবর