মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
পাকিস্তানকে আইএমএফ

ধনীদের কর বাড়াও গরিব বাঁচাও

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত পরশু স্বীকার করেছেন, তার দেশ এরই মধ্যে দেউলিয়া হয়ে গেছে। এর জন্য ক্ষমতাচক্র, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদ সবাইকে দায়ী করেছেন তিনি। এ অবস্থা থেকে বাঁচতে চরম অর্থসংকটে ভুগতে থাকা দেশটি বহুদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দফায় দফায় বৈঠকের পরেও ঋণের শর্ত নিয়ে একমত হতে পারেনি দুপক্ষ। এর ফলে ঝুলে রয়েছে আইএমএফের ঋণ ছাড়ের বিষয়টি। তাই প্রশ্ন উঠছে, ঠিক কী এমন শর্ত দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি, যা মানতে পারছে না পাকিস্তান সরকার?

সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, ‘পাকিস্তান সরকারের কাছে তাদের মাত্র দুটি চাওয়া : গরিবদের রক্ষা কর এবং ধনীদের ওপর কর বাড়াও।’ তিনি বলেন, আমরা চাই, পাকিস্তান এমন পদক্ষেপ নিক, যাতে সে বিপজ্জনক জায়গায় না পৌঁছায়, যেখানে ঋণ পুনর্গঠন জরুরি হয়ে পড়ে।

সর্বশেষ খবর