শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কর্ণাটকে বিজেপির বিধায়কের ছেলের বাড়িতে কাঁড়ি কাঁড়ি অর্থ

ভারতের কর্ণাটকে বিজেপির এক বিধায়কের আমলা ছেলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি রুপি নগদ অর্থ পাওয়া গেছে। রাজ্যের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা গতকাল এ তথ্য জানিয়েছেন। বিজেপি-শাসিত কর্ণাটকের এই বিধায়কের নাম মাদল বিরূপাক্ষপ্পা। তার ছেলের নাম প্রশান্ত মাদল। তিনি বেঙ্গালুরু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বোর্ডের প্রধান হিসাবরক্ষক।

বিরূপাক্ষপ্পা রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের (কেএসডিএল) চেয়ারম্যান। কেএসডিএল বিখ্যাত মহিশুর স্যান্ডাল সাবান তৈরি করে। গত বৃহস্পতিবার কেএসডিএলের অফিসে বসে ৪০ লাখ রুপি ঘুষ নেওয়ার সময় প্রশান্তকে হাতেনাতে ধরে ফেলেন রাজ্যের দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ লোকায়ুক্তের কর্মকর্তারা। এ ছাড়া তারা কেএসডিএলের অফিসে তিনটি ব্যাগে ১ কোটি ৭৫ লাখ রুপি পান। এই অর্থ জব্দ করেন কর্মকর্তারা।

সর্বশেষ খবর