শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৬

উত্তাপ বাড়ছেই ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে। আর এর মধ্যেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল অভিযানের নামে জেনিনে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার এক শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনার অভিযানে মৃত্যু হয়েছে ৬ ফিলিস্তিনির। আহত হয়েছেন অন্তত ২৬ জন ফিলিস্তিনি। ইসরায়েলের সেনার দাবি, ফিলিস্তানিদের পাল্টা হামলায় তাদের বাহিনীর তিন জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিম তীরের নানা এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনা। গত সপ্তাহে ‘জেনিন ব্রিগেড’ নামে এক ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যের হাতে ওয়েস্ট ব্যাঙ্কের হাওয়ারায় ইসরায়েলের দুই নাগরিকের মৃত্যু হয়।

আল-জাজিরা জানিয়েছে, গতকালের অভিযান চালানো হয় জেনিন শহরের পার্শ্ববর্তী গ্রাম জাবাতে। ফিলিস্তিন কর্তৃপক্ষ একে হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে।

ইসরায়েলি বিশেষ বাহিনী বেসামরিক পোশাকে ওই অভিযান পরিচালনা করে। একদম ভোরের দিকে তারা ওই বাড়িতে হামলা চালায়।

সর্বশেষ খবর