মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আইসিসি বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি মামলা

এবার দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত-আইসিসির কৌঁসুলি ও বিচারকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করল রাশিয়া। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরই এ মামলা করল রাশিয়া। দেশটির তদন্তকারী কমিটি গতকাল এ মামলা করার কথা জানিয়েছে। রাশিয়ার গুরুতর সব অপরাধ তদন্তের দায়িত্বে নিয়োজিত এ কমিটি বলেছে, পুতিনের দিক থেকে অপরাধের দায় থাকার কোনো ভিত্তি নেই। তা ছাড়া রাষ্ট্রের প্রধানরা বিদেশি রাষ্ট্রগুলোর বিচারব্যবস্থা থেকে পুরোপুরিই ছাড় পেয়ে থাকেন। রাশিয়ার আইনের আওতায় আইসিসি কৌঁসুলিদের কার্যকলাপে অপরাধের আলামত দেখা গেছে জানিয়ে কমিটি বলেছে, ‘তারা আন্তর্জাতিক সম্পর্ক জটিল করার মানসে জেনেশুনে একজন নির্দোষ মানুষকে অপরাধের দায়ে অভিযুক্ত করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুরক্ষা পাওয়া বিদেশি রাষ্ট্রের একজন প্রতিনিধির ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।’ আইসিসির একজন বিচারক শুক্রবার ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং শিশুদের ইউক্রেন থেকে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে পুতিনকে দায়ী করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

সেখানে বলা হয় : ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রশিয়া ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরুর পর থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে। এটা বিশ্বাস করার ‘যৌক্তিক কারণ’ আদালতের আছে যে পুতিন সরাসরি নিজে এবং অন্যদের সঙ্গে মিলে এসব অপরাধে সম্পৃক্ত ছিলেন। যারা ওই শিশুদের রাশিয়ায় নেওয়ার সঙ্গে জড়িত ছিল, তাদের তিনি থামাননি। এরই পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া আইসিসি বিচারকদের বিরুদ্ধে মামলার ওই প্রতীকী পদক্ষেপ নিল। ক্রেমলিন আইসিসির এ পদক্ষেপকে গর্হিত আখ্যা দিয়েছে। তবে আইনি দৃষ্টিকোণ থেকেও এ আদেশ কোনো অর্থ বহন করে না বলেও উল্লেখ করেছে। কারণ রাশিয়া রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয়, আন্তর্জাতিক ফৌজদারি আদালতেরও অংশীদার নয়।

সর্বশেষ খবর