বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
মেক্সিকোর প্রেসিডেন্ট বললেন

মার্কিন পররাষ্ট্র দফতর মিথ্যাবাদী

মার্কিন পররাষ্ট্র দফতর মিথ্যাবাদী

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মূলত মেক্সিকান সরকারের মানবাধিকার রেকর্ড ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দফতরের নতুন তথ্য সামনে আসার পর তিনি এ দাবি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নতুন এক প্রতিবেদনে মেক্সিকোর লোপেজ ওব্রাডর সরকারের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করা হয়। একই সঙ্গে সেখানে সরকারি ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে নানা তথ্যও যুক্ত করা হয়। আর এর পরই মঙ্গলবার মানবাধিকার বিষয়ে নিজের সরকারের রেকর্ডের সমালোচনা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। এ ছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহারের প্রতিবেদনকেও ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন তিনি।

লোপেজ ওব্রাডর উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ‘নিজেদের সারা বিশ্বের সরকার বলে মনে করে’। মঙ্গলবার মেক্সিকোতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দেখা করার কথা ছিল লোপেজ ওব্রাডরের। এর আগে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি নিয়ে ক্ষুব্ধ হওয়ার কিছুই নেই, তারা (যুক্তরাষ্ট্র) ঠিক এমনই। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনটি ‘সত্য নয়, তারা মিথ্যাবাদী।’

 

সর্বশেষ খবর