শিরোনাম
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শেখ খালেদ নাহিয়ানকে আরব আমিরাতের যুবরাজ ঘোষণা

শেখ খালেদ নাহিয়ানকে আরব আমিরাতের যুবরাজ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে দেশটির রাজধানী আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণা করেছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, যুবরাজ নিয়োগের পাশাপাশি শেখ মোহাম্মদ তার ভাইদের দেশের শীর্ষ পদে বসিয়েছেন। ডিক্রিতে যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ দিয়েছেন শেখ মোহাম্মদ। শেখ মোহাম্মদের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত ফেডারেশন গঠন করেছিলেন। তখন থেকে দেশটির প্রেসিডেন্ট পদ আবুধাবির জন্য সংরক্ষিত আছে। বিশ্লেষকরা বলছেন, শেখ মোহাম্মদ ছেলেকে গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা, অর্থনীতি ও শাসনতান্ত্রিক বিভিন্ন কতর্ৃৃত্বপূর্ণ পদে রেখে গড়ে তুলেছেন। গত বছরের মে মাসে ভাই মারা যাওয়ার পর ক্ষমতায় বসেন শেখ মোহাম্মদ। এর আগে বেশ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ হিসেবে দায়িত্বপালন করেন তিনি। অ্যারাবিয়ান বিজনেস

সর্বশেষ খবর