সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভারতে বাঘের সংখ্যা বাড়ছে

কলকাতা প্রতিনিধি

ভারতে বাঘের সংখ্যা বাড়ছে

ভারতে পঞ্চম পর্যায়ের বাঘ শুমারির প্রতিবেদন প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঘ সংরক্ষণ প্রকল্পের ৫০ বছরপূর্তি উপলক্ষে গতকাল কর্নাটকের মহীশুরে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ তথ্য প্রকাশ করেন। প্রকাশিত শুমারিতে দেখা গেছে, ২০২২ সাল পর্যন্ত দেশে মোট বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭টি। ২০১৮ সালের বাঘ শুমারি (যেটি প্রকাশ হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে) অনুযায়ী এ সংখ্যা ছিল ২ হাজার ৯৬৭টি। বাঘের সংখ্যার তথ্য চার বছর ব্যবধানে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত চার বছরে ভারতে বাঘের সংখ্যা বেড়েছে ২০০টি   (৬.৭ শতাংশ)। এর আগে ২০০৬ সালে ১ হাজার ৪১১টি, ২০১০  সালে ১ হাজার ৭০৬টি ও ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২     হাজার ২২৬টি।

মহীশুরে তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের সর্বত্র বাঘের নিরাপত্তা সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ব্যাঘ প্রজাতির সাতটি প্রাণী- বাঘ, সিংহ, লেপার্ড, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার, চিতা সংরক্ষণের উপরেও জোর দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর