সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থাপনায় চীনের হামলার মহড়া

তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থাপনায় চীনের হামলার মহড়া

তাইওয়ানের ভূখন্ডে এবং তার আশপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিন দিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে গতকাল ছিল তার দ্বিতীয় দিন। এ মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এই মহড়া চালাচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এই মহড়ায় সামরিক বাহিনীর দূরপাল্লার রকেট, নৌ বাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারুবিমান, জ্যামারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। এদিকে তাইওয়ান বলছে, শনিবার অন্তত ৭১টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের চারপাশ দিয়ে উড়ে গেছে। এ মহড়ায় চীনের নয়টি যুদ্ধজাহাজও অংশ নিচ্ছে। চীন এই মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’ যা চলবে আজ পর্যন্ত।

 

সর্বশেষ খবর