মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ঘোষণা করেছেন যে, তিনি আরও চার বছর হোয়াইট হাউজে দায়িত্ব পালন করতে চান। কিন্তু তার এই চাওয়াকে আমলে নিতে একটু নারাজ দেশটির নাগরিকরা। এ ক্ষেত্রে বাইডেনের বড় বাধা হিসেবে দেখা হচ্ছে তার বয়স। তার বয়স এখন ৮০ বছর। এখন প্রশ্ন দেখা দিয়েছে বাইডেন কি ভোটারদের আশ্বস্ত করতে পারবেন যে তার জন্য বয়স আসলে কোনো ইস্যু নয়? এ নিয়ে সম্প্রতি জরিপ চালিয়েছে এনবিসি নিউজ। জরিপে ৭০ শতাংশ আমেরিকান এবং ৫১ শতাংশ ডেমোক্রেট মনে করেন তার আসলে আবার নির্বাচনে দাঁড়ানো ঠিক হবে না এবং জরিপে অংশগ্রহণকারী যে প্রায় অর্ধেক মানুষ চান যে তিনি সরে দাঁড়ান, তাদের একটি বড় উদ্বেগ তার বয়স নিয়ে। বাইডেন এখনই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে বয়স্ক প্রেসিডেন্ট। যদি তিনি পুনর্নির্বাচিত হন, যখন তিনি আবার শপথ নেবেন তত দিনে তার বয়স হবে ৮২ বছর। আর চার বছরের দ্বিতীয় মেয়াদ শেষে ৮৬ বছর। যুক্তরাষ্ট্র সরকার আয়ু বিষয়ক যে, চার্ট ব্যবহার করে, তাতে দেখা যায় ৮২ বছরের একজন মানুষ আর ৬ দশমিক ৭৭ বছর বাঁচার আশা করতে পারেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        