গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম সিরিয়া সফরে গেছেন ইরানের কোনো প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল দামেস্কে পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট এই সফরকে মধ্যপ্রাচ্যে দুই দেশের কৌশলগত জয় বলে আখ্যায়িত করেছেন। দুই দিনের এ সফরে আর্থ-রাজনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। নানা কারণে ইরানের প্রেসিডেন্টের সিরিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর এটাই ইরানের কোনো প্রেসিডেন্টের প্রথম সিরিয়া সফর। বিদেশি মদদপুষ্ট দায়েশ বা আইএস সন্ত্রাসীদের তাণ্ডবে সিরিয়া গভীর সংকটে নিমজ্জিত ছিল। এ অবস্থায় ইরান এগিয়ে আসে এবং সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে।