রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

পশ্চিম কানাডাজুড়ে দাবানল

প্তাহ ধরে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে পশ্চিম কানাডায়। সেই গরম আবহাওয়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। কারণ কানাডার আলবার্টার কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়েছে সঙ্গে তুষার গলে শুরু হয়েছে বন্যা। শুক্রবার ১৩ হাজারের বেশি মানুষকে আলবার্টা থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। কারণ ৭৮টি এলাকায় আগুন জ্বলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে উত্তরের লিটল রেড রিভার ক্রি নেশন। যেখানে ১ হাজার ৪৫৪ হেক্টর ফক্স লেকজুড়ে জ্বলছে আগুন। এতে ২০টি বাড়ি এবং থানা পুড়ে গেছে। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ১৪০কিমি পশ্চিমে ড্রেটন ভ্যালির ৭ হাজার মানুষকেও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার গভীর রাতে। এই বছর আলবার্টাতে ৩৪৮টি দাবানলের ঘটনা ঘটে এবং ৬২০০০ একরের বেশি জমি পুড়ে যায়।

আলবার্টা ওয়াইল্ডফায়ারের তথ্য ইউনিটের ম্যানেজার ক্রিস্টি টাকার বলেন, ‘অতীতের যে কোনো সময়ের তুলনায় বছরের এই সময়ে দাবানলের ঘটনা বেশি ঘটল এবার। আগুন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশি পরিমাণে বাতাস প্রবাহের কারণে দাবানল চরম আকার ধারণ করতে পারে। অগ্নিনির্বাপক কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।’ এদিকে ব্রিটিশ কলাম্বিয়ার নদীগুলোতে পানির পরিমাণ বেড়ে ঘরবাড়ি ভাসিয়ে দিয়েছে। শুরু হয়েছে বন্যা। ক্যাশে ক্রিক এবং গ্র্যান্ড ফর্কসসহ দক্ষিণের এলাকাজুড়ে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। দ্য গার্ডিয়ান

 

সর্বশেষ খবর