পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশ। পুরো প্রদেশটাই এখন দাবানলে জ্বলছে। রয়টার্স জানিয়েছে, দাবানলে ১ লাখ ২২ হাজার হেক্টর জমি এখন পর্যন্ত পুড়ে গেছে। ফলে প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। অন্তত ২৫ হাজার মানুষকে ইতোমধ্যে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকা মিলিয়ে ১১০টি দাবানল জ্বলছে বলে জানা গেছে। অন্য সূত্র বলছে, কমপক্ষে ৭৮টি দাবানল জ্বলছে। এর মধ্যে ৩৬ জায়গার দাবানল প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন উপত্যকা। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে এটির অবস্থান।