সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

এবার ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে জার্মানি

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ফের অস্ত্র সাহায্য পাঠাচ্ছে জার্মানি। তবে এবারের অঙ্কটা বড়। তিন বিলিয়ন ডলার। বার্লিনের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ অঙ্কের অস্ত্র-প্যাকেজ। গত বছর দুই দশমিক দুই বিলিয়ন বা ২২০ কোটি ইউরোর অস্ত্র দিয়েছিল জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস জানিয়েছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। আমরা সবাই সেটাই আশা করি। যদিও দুর্ভাগ্যজনকভাবে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই জার্মানির পক্ষে যেটুকু সাহায্য করা সম্ভব, আমরা তা পাঠিয়ে যাব।’

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ সামরিক সহায়তা প্যাকেজটিতে রয়েছে ৩০টি লিওপার্ড ১এ৫ ট্যাঙ্ক, ২০টি মার্ডার সাঁজোয়া কর্মী বাহক, ১০০টিরও বেশি যুদ্ধ যান, ১৮টি স্ব-চালিত হাউইটজার, ২০০টি রিকনাইসেন্স ড্রোন, চারটি আইআরআইএস-টি এসএলএম-বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম।

সর্বশেষ খবর