শিরোনাম
সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ ইমরানের

সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ ইমরানের

আগামী নির্বাচনে তাঁর দলকে যেভাবেই হোক আটকাতে হবে। তাই রাষ্ট্রীয় অত্যাচার চালিয়ে তাঁর দলকে দুর্বল করতে মরিয়া     পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার একটি বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান। তিনি বলেন, সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে পিটিআইকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তিনি আরও মন্তব্য করেছেন, ভবিষ্যতে সামরিক আদালতে বিচারের পর তাকে কারাগারে নিক্ষেপের বিষয়ে ‘কোনো সন্দেহ তাঁর নেই’। ইমরান এর আগে একাধিকবার তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা-কর্মীদের ধরপাকড়ের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শনিবার রাতে লাহোরে নিজবাড়ি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর