ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রায় ১০০ জন আইনজীবী আইসিসিতে এ অভিযোগ দাখিল করেছেন। গতকাল ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইসিসির কাছে নেতানিয়াহুর বিরুদ্ধে চিলির প্রায় ১০০ জন আইনজীবী যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন। এ আইনজীবীদের বেশির ভাগই ফিলিস্তিনি বংশো™ূ¢ত চিলির নাগরিক। অভিযোগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। চিলির ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ফ্রান্সিসকো শাহওয়ান বলেছেন, তারা নেতানিয়াহুকে অপরাধের দায় স্বীকার করে অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। অভিযোগকারীরা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গাজায় গণহত্যাযজ্ঞে জড়িত অন্যান্য কর্মকর্তা ও সেনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন। এর আগে নভেম্বরের মাঝের দিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যুদ্ধাপরাধের অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা। ওই সময় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান জানায় দেশটি। গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে বসে দেখতে পারে না বলেও সতর্ক করে দেয় দক্ষিণ আফ্রিকা। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫৮ হাজার ১৬৬ ফিলিস্তিনি। আর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের চালানো হামলায় ১ হাজার ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
শিরোনাম
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
- নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- সিলেটে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে
- এবার বাণিজ্যমেলা দুই আসরে, যেদিন থেকে শুরু
- রাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
- আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
- উত্তরায় মাইক্রোবাসে আগুন
- আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
- ইসলামাবাদে আত্মঘাতী হামলা, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার
- এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
- দ্বিতীয় দিনের ১৪ বলেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড
- গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা
- ক্যারিবীয় সাগরে বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র
- দ্রুত বাড়ছে আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি ২৩ শতাংশ বৃদ্ধি
- নো হাংকি-পাংকি! বাঁকা আঙুলে ঘি তোলার হুমকি!
- গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী
- তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ
- ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত
- অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
- বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’