ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রায় ১০০ জন আইনজীবী আইসিসিতে এ অভিযোগ দাখিল করেছেন। গতকাল ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইসিসির কাছে নেতানিয়াহুর বিরুদ্ধে চিলির প্রায় ১০০ জন আইনজীবী যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন। এ আইনজীবীদের বেশির ভাগই ফিলিস্তিনি বংশো™ূ¢ত চিলির নাগরিক। অভিযোগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। চিলির ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ফ্রান্সিসকো শাহওয়ান বলেছেন, তারা নেতানিয়াহুকে অপরাধের দায় স্বীকার করে অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। অভিযোগকারীরা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গাজায় গণহত্যাযজ্ঞে জড়িত অন্যান্য কর্মকর্তা ও সেনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন। এর আগে নভেম্বরের মাঝের দিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যুদ্ধাপরাধের অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা। ওই সময় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান জানায় দেশটি। গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে বসে দেখতে পারে না বলেও সতর্ক করে দেয় দক্ষিণ আফ্রিকা। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫৮ হাজার ১৬৬ ফিলিস্তিনি। আর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের চালানো হামলায় ১ হাজার ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসিতে ১০০ আইনজীবীর অভিযোগ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর