মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে। এবার ইসরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি সেনা আইডিএফের তরফে জানানো হয়েছে, জনবসতিবিহীন এলাকায় হিজবুল্লাহর এ রকেট হামলায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেশিরভাগ রকেটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের মাটিতে। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলের উত্তরাংশে এ হামলা চালিয়েছে। এর মাঝেই গত ২৭ জুলাই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। সেই হামলায় মৃত্যু হয় ১২ জনের। পাল্টা হামলায় হিজবুল্লাহর অন্যতম কমান্ডর ফুয়াদ নিহত হন। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোশাভ ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দু’টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোমের ব্যাটারির পাশাপাশি গোলন্দাজ বাঙ্কার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়।