প্রতিনিয়ত প্রযুক্তি জগতে বিপ্লব ঘটে চলেছে। ভার্চুয়াল দুনিয়ার বিস্তার বাড়ছে জীবনে। কিন্তু এত কিছুর মধ্যেও নিঃসঙ্গতা রয়ে যাচ্ছে জীবনে, কোনো কিছুতেই যা পূরণ হচ্ছে না। বরং সেই নিঃসঙ্গতা প্রতিদিন কুরে কুরে খেয়ে নিচ্ছে অনেককে। নিঃসঙ্গতা কতটা ভয়াবহ হতে পারে, এবার তার প্রমাণ মিলল। চলতি বছরের প্রথমার্ধে জাপানে বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
আসলে জাপান ভুগছে অতি-বিচিত্র এ সংকটে! জীবন-সায়াহ্নে পৌঁছে দেখছেন, পাশে থাকার মতো কেউ নেই। হাত ধরার মতো, কথা বলার মতো কেউ নেই। ফলে অনেকের মৃত্যুর পর অনেক দিন খবরই জানা যায় না। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীর প্রবীণতম জনসংখ্যার বাস জাপানে। সেই আবহেই এ রিপোর্ট সামনে আনল জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি। দেশের প্রবীণ জনসংখ্যা কতটা নিঃসঙ্গ, তা-ই প্রতিফলিত হয়েছে এ রিপোর্টে। মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই বয়স ৬৫ ঊর্ধ্ব। বাড়িতেই একাই বাস করতেন তারা।