ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্ট সদর দপ্তরের কাছে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুই বিচারক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকালে এক বন্দুকধারী বিচারকদের ওপর গুলি চালান। নিহত দুই বিচারক হলেন আলি রাজিনি ও মুহাম্মদ মোগিসে।
বন্দুকধারীর পরিচয় এখনো জানা যায়নি, তবে তিনি গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, বন্দুকধারীর নামে সুপ্রিম কোর্টে কোনো মামলা ছিল না এবং তিনি আদালতের কোনো শাখার ক্লায়েন্টও নন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাটি ঘটেছে তেহরানের আর্ক স্কয়ারে। এ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের কাছে কীভাবে হামলাকারী পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।
দেশটির বিচার বিভাগ বিবৃতিতে বলেছে, ‘হত্যার ঘটনা ঘটিয়েছে এক সশস্ত্র হামলাকারী। প্রেসটিভি