আন্তর্জাতিক দাতারা বাজেট ছেঁটে ফেলায় নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে চলতি বছরের প্রথম ছয় মাসেই অপুষ্টির কারণে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)। আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরে অবস্থিত কাটসিনায় নিরাপত্তাহীনতা প্রকট।
‘আমরা বাজেটে বিপুল কাটছাঁট প্রত্যক্ষ করছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে, এতে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে,’ বিবৃতিতে শুক্রবার এমনটাই বলেছে এমএসএফ। কাটসিনায় গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০৮ শতাংশ বেড়েছে বলেও বিশ্বজুড়ে ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ নামে ব্যাপকভাবে পরিচিত সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‘দুর্ভাগ্যজনকভাবে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত আমাদের চিকিৎসাকেন্দ্রগুলোতে এরই মধ্যে ৬৫২ শিশু মারা গেছে,’ বলেছে এমএসএফ।
কাটসিনায় দীর্ঘদিন ধরেই ডাকাতরা বেশ সক্রিয়। নিরাপত্তাহীনতার কারণে প্রদেশটির বহু মানুষ বাড়িঘর ছেড়েছে, অনেকে কৃষিকাজ ছাড়তেও বাধ্য হয়েছে। সরকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় বেসামরিক নজরদারি গোষ্ঠীগুলোও ডাকাতদের দৌরাত্ম্য বন্ধ করতে পারেনি। সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, মজুত ফুরিয়ে যাওয়ায় তারা জুলাইয়ের শেষেই বিদ্রোহী অধ্যুষিত উত্তরপূর্ব নাইজেরিয়ার প্রায় ১৩ লাখ মানুষকে খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া বন্ধ করতে বাধ্য হচ্ছে।
স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অর্থায়ন প্রত্যাহারের পর ঘাটতি পোষাতে চলতি বছর নাইজেরিয়া সরকারকে প্রায় ২০ হাজার কোটি নায়রা (১৩ কোটি ডলার) বরাদ্দ করতে হয়েছে।