ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ সফরে গিয়ে দেশটিকে ৫৬ কোটি ৬৫ লাখ ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছেন এবং দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা শুরু করেন । শুক্রবার শুরু হওয়া এই দুই দিনের সফরে মোদি মালদ্বীপের সাথে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চাইছেন। উল্লেখ্য, এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে চীনের সঙ্গে প্রভাব বিস্তার নিয়ে ভারতের প্রতিযোগিতা চলছে। গত বছর ভারতবিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকে মালদ্বীপ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে বলে নয়া দিল্লি উদ্বিগ্ন। ক্ষমতায় এসেই মুইজ্জু প্রথমে চীন সফর করে কূটনৈতিক রীতিভঙ্গ করেছিলেন। এরপর তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর একটি ছোট দলকে প্রত্যাহারে বাধ্য করেন। মোদি গতকাল দেশটি ত্যাগ করার কথা ছিল। -দ্য হিন্দু