ভারতের রাজস্থানে পিপলোদি সরকারি বিদ্যালয়ের ভবন ধসের ঘটনায় অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৮ জন। গতকাল সকাল সাড়ে ৮টা নাগাদ স্কুলের একতলা ভবনের ছাদ হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগে বহুবার ভবনের অবস্থা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। ঘটনার সময় প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা স্কুলে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে রাজ্য শিক্ষাসচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, ছয়জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যদিও পরে সংখ্যাটি বেড়ে সাত হয়। মৃতদের সবারই বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে স্থানীয় মানোহর থানা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঝালাওয়াড়ের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভারী বৃষ্টিপাতের ফলে ছাদটি হঠাৎ ধসে পড়ে। -এনডিটিভি
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অনেক শিশু। ঘটনার পরপরই আতঙ্ক ও চিৎকারে চারদিক ভারী ওঠে। ধোঁয়া ও ধুলোর মধ্যে স্থানীয়রা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নামেন। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক জেলা কালেক্টর ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়। অন্তত চারটি জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হয়। ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন, এ দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সরকার সব সহায়তা প্রদান করছে।