মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন জারি করেছে সরকার। এ বিষয়ে আজ সোমবার মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। প্রজ্ঞাপনে বেশ কয়েকটি নির্দেশনা রয়েছে। তবে আসন্ন পবিত্র রমজানে জুমা ও তারাবি নামাজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে, সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এ পরিস্থিতিতে জুমা ও ওয়াক্তের নামাজসহ আসন্ন রমজানে তারাবি নামাজ আদায়ে বিশেষ সতর্কতা ও নির্দেশনা জারি করেছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনায় দেশের সব মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়।
আরও পড়ুন : ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন
বিডি প্রতিদিন/ফারজানা