রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তাবাহী পবিত্র রমজান মাস আমাদের মাঝে সমাগত। আত্মশুদ্ধির এ মাসকে ঘিরে মুমিন মুসলমানদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আর এ রমজান মাসকে সুরে সুরে বরণ করতে প্রস্তুতি নিয়েছে ইসলামী সংগীতের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব। পাশাপাশি মাসব্যাপী রমজানের শিক্ষা ও আবেদন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন অনুষ্ঠানমালা তৈরি করছে পরিচিত ইসলামিক চ্যানেল হলি টিউন।
কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান জানান, রমজানকে বরণ করতে তারা ৭টি সংগীত তৈরি করেছেন। এর মধ্যে ২টি সংগীত রিলিজ হয়েছে, বাকিগুলোও পহেলা রমজানের মধ্যে ইসলামী সংগীত প্রকাশের বৃহৎ প্লাটফরম ‘হলি টিউনে’ পর্যায়ক্রমে রিলিজ হবে এবং রমজান মাসব্যাপী ধারাবাহিকভাবে ইসলামী সংগীত প্রচার করা হবে।
কলরব শিল্পীদের গাওয়া রমজানের সংগীতগুলো হল-শিল্পী সাঈদ আহমাদ, সিনিয়র শিল্পী ওমর আব্দুল্লাহ, আবির হাসান, সালমান সাদী, ইলিয়াস আমিন ও ইমরানুল ফারহানের কণ্ঠে 'এলো রমজান'। মুহাম্মদ বদরুজ্জামান ও সিনিয়র শিল্পী আহমদ আব্দুল্লাহর কণ্ঠে 'নিয়ামতে রমজান'। জনপ্রিয় শিল্পী আবু রায়হান, হুসাইন আদনান ও তাওহিদ জামিলের কণ্ঠে 'মোবারকবাদ মাহে রমজান'। সিনিয়র শিল্পী ইয়াসিন হায়দার, কিশোর শিল্পী আহনাফ খালিদ, জাহিদ হাসান ও নাসরুল্লাহ ইরফানের কণ্ঠে 'রমজান এলোরে'। তরুণ শিল্পী হাসান মাহাদীর কণ্ঠে 'রমাদান'।
কিশোর শিল্পী তাহসিনুল ইসলাম, শাফিন আহমাদ, শামিম আরমান, সাইফুল্লাহ নুর এবং আতিক হাসানের কণ্ঠে 'এসেছে রমজান'। এছাড়াও শিশুশিল্পী হুজাইফা ইসলাম, জাহিদুল ইসলাম শাওন, রিফাত রহমান, সাব্বির আহমাদ ও নওশাদ মাহমুদের কণ্ঠে 'মাহে রমজান এলো'।
মাসব্যাপী রমজানে এছাড়াও বিশেষ আয়োজন রয়েছে হলি টিউনের। এরমধ্যে রমজানের প্রতিদিন বিকাল ৫টা ৪৫মিনিটে প্রচারিত হবে 'খতমে কুরআন'। এতে তিলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজ ক্বারি আবু রায়হান এবং রমজান মাসব্যাপী প্রতি দু’দিন পরপর কলরব শিল্পীদের কণ্ঠে ইসলামী সংগীত প্রকাশ করা হবে।
এছাড়াও রমজান মাসব্যাপী বিষয়ভিত্তিক বিভিন্ন জিজ্ঞাসা ও আলাপচারিতার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। হাছিব আর রহমানের উপস্থাপনায় রমজানে প্রতি তিনদিন পরপর রাত ১০টা থেকে পৌনে এক ঘণ্টার একটি লাইভ অনুষ্ঠিত হবে। লাইভে দেশের প্রথম সারির ইসলামী সংগীত শিল্পী এবং ইসলামী আলোচকরা উপস্থিত থাকবেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন