প্রখ্যাত সহিত্যিক নবনীতা দেবসেন-কে সাম্মানিক ডি.লিট (ডক্টর অফ লিটারেচর) উপাধিতে সম্মানিত করল কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্বিবিদ্যালয়।
মঙ্গলবার বিশ্বকবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সমাবর্তন উৎসব অনুষ্ঠানে নবনীতা দেবসেনের হাতে এই সম্মান তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) কেশরী নাথ ত্রিপাঠি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীসহ বিশিষ্টরা।
এদিনের সমাবর্তন উৎসব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মোট তিনজনকে সাম্মানিক ডি.লিট উপাধি দেওয়া হয়। সাহিত্যিক নবনীতা দেবসেন ছাড়াও সেই তালিকায় ছিলেন চিত্র শিল্পী যতীন দাস, শ্রাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পন্ডিত অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়-এর মতো বিশিষ্টরা। তাঁদের প্রত্যেকের হাতেই এই ডি.লিট সম্মাননা তুলে দেন কেশরীনাথ ত্রিপাঠি। এর পাশাপাশি হিরাচাঁদ ডাগর মেমোরিয়ার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় প্রবীণ চিত্রশিল্পী রবীন মন্ডলকে।
পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমী ড্যান্স ড্রামা মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় নারী ব্যালে নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ, নাট্য ব্যক্তিত্ব পঙ্কজ কুমার মুন্সি, সঙ্গীত শিল্পী রুমা গুহ ঠাকুরতা এবং ভাস্কর্য শিল্পী নিরঞ্জন প্রধান-এর হাতে।
লোকাচারবিদ্যায় গবেষণার জন্য আচার্য দীনেশ চন্দ্র সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় কংগ্রেস নেতা সুখবিলাস শর্মাকে।
এছাড়াও এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৯৫ শিক্ষার্থীকে পিএইচডি এবং ৯৯ জন শিক্ষার্থীকে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় মেডেল প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থীর হাতে।
তবে চলচ্চিত্রে বিশেষ অবদানের অমিতাভ বচ্চনের নাম ডি.লিট-এর জন্য মনোনীত হলেও এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে তিনি আগেই জানিয়ে দেওয়ায় পুরস্কার প্রাপক তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/মাহবুব