করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছর ৪৫ তম বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। বাংলাদেশ সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে এবারের কলকাতা বইমেলা তার নামে উৎসর্গীকৃত হবে। কিন্তু কোভিড স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই স্থগিত হয়ে গেল সেই বইমেলা।
এব্যাপারে কলকাতা বইমেলার আয়োজক সংস্থা ‘কলকাতা বুক সেলার্স আ্যন্ড গিল্ড’ সভাপতি ত্রিদিব চ্যাটার্জি রবিবার জানান ‘কোভিড-১৯ এর প্রকোপে বিশ্ব জুড়ে অতিমারির কারণে গত মার্চ ২০২০ থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক উড়ানের ওপর বিধিনিষেধ জারি রয়েছে। রাজ্যের স্কুল-কলেজ বন্ধ এবং ইতিমধ্যেই অনেক ইউরোপীয় দেশ দ্বিতীয় দফায় কঠোর লকডাউন ঘোষণা করেছে। করোনার কারণে লন্ডন, আমেরিকা, প্যারিস, ফ্রাঙ্কফুট আন্তর্জাতিক বইমেলাগুলিও নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এসময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় বিদেশের প্রকাশক, পুস্তক বিক্রেতা, আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করতে পারবেন না- এমন এক অস্বভাবিক পরিস্থিতির কারণে আমরা কিছু দিনের জন্য বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি। তবে আমরা আশাবাদি যে আগামী বছর ৪৫ তম ‘আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২১’ আয়োজন করে উঠতে সক্ষম হবেন এবং সেখানে ফোকাল কান্ট্রি থিম হিসাবে বাংলাদেশই থাকবে।’
ত্রিদিবের আশ্বাস ‘যে মুহুর্তে পরিস্থিতি অনুকূল হবে, আন্তর্জাতিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মতি নিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১’এর পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন