তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া সহকর্মীদের তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়কার সহকর্মীদের গাদ্দার-মীরজাফর বলতেও ছাড়েননি তৃণমূল নেত্রী।
এই সময় দিনি জানান, রবিবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আরও কড়া ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেন তিনি।
এ দিন নাম না করে একদা বিশ্বস্ত সহকর্মী থেকে এখন ভোটকেন্দ্রের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া শুভেন্দু অধিকারীসহ গোটা অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করেন মমতা।
আরও পড়ুন...তাসের ঘরের ক্ষমতা ও মওদুদের বিদায়
তিনি বলেন, গাদ্দার-বিশ্বাসঘাতক-মীরজাফরের দল হাত ধরে বিজেপিকে এনেছে। ২০১৪ থেকে যোগাযোগ রেখেছে। মানে ঘরে ঢুকে সিঁধ কেটেছে। এদের জমিদারি থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে।
দলবদলের দিন অমিত শাহের সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ২০১৪ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল তার।
আক্ষেপের সুরে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি একটা গাধা। আমি আসলে গাদ্দারদের বুঝতে পারিনি। এতো টাকা করছে বুঝিইনি। সেই টাকা বাঁচাতেই এখন বিজেপিতে পালিয়েছে। সেই গাদ্দাররা এখন হাজার হাজার কোটি টাকার মালিক।
এদিনের সভা থেকে মোদি-শাহকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা। তিনি বলেন, ‘বিজেপি একটা জঘন্য দল। নরেন্দ্র মোদি গাদ্দার আর চোরের সর্দার। ওরা গেল না এলো, তাতে কিছু যায় আসে না।’
বিডি প্রতিদিন/আরাফাত