দলীয় কর্মীর চুল কেটে দিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে গোমতী জেলার রইস্যাবাড়ির প্রতন্ত গ্রামে গিয়ে তিনি এই চুল কাটেন। যার চুল কাটেন সেই কর্মীর নাম মনোরঞ্জন ত্রিপুরা। শুধু তাই নয় এই কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজনও করেন তিনি।
পুরো ঘটনা নিজের ফেসুবক পেজে লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি খিলেছেন, ‘আজ খুবই আনন্দের দিন। রইস্যাবাড়ি এলাকার কার্যকর্তা মনোরঞ্জন ত্রিপুরার মনষ্কামনা পূরণ করতে পেরেছি। এই মানুষটি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন ২০০৯ সালে। ২০১৮ সালের ভোটের আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সিপিএম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার তৈরি হলে এবং নতুন মুখ্যমন্ত্রী যবে রইস্যাবাড়িতে পা রাখবেন তবে তিনি কেশ মর্দন (চুল কাটা) করবেন। আজ সেই দিন। সেই মনষ্কামনা পূরণ হওয়ায় আজ তিনি কেশ মর্দন করেন। বিজেপির একনিষ্ঠ এই কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্নভোজ করি। এই কার্যকর্তারাই বিজেপি-র সম্পদ। কার্যকর্তাদের এই আবেগ, আন্তরিকতা ও দৃঢ়চেতা মানসিকতাতেই আজ বিজেপি পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ