৯ মে, ২০২১ ০৯:০১

আমাদের হারাতে টাকা খরচ না করে, সেই টাকায় সবাইকে ভ্যাকসিন দেওয়া যেত : মমতা

অনলাইন ডেস্ক

আমাদের হারাতে টাকা খরচ না করে, সেই টাকায় সবাইকে ভ্যাকসিন দেওয়া যেত : মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এ নির্বাচনে জিততে মরিয়া চেষ্টা চালিয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি। গতকাল শনিবার স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের হারাতে যে টাকা খরচ করেছে বিজেপি, সেই টাকায় ভ্যাকসিন দিলে ভাল হতো।

মমতা আরও বলেন, ‘‘আমাদের হারাতে অনেক টাকা খরচ করেছে বিজেপি। সেই টাকা ভ্যাকসিনে খরচ করলে ভাল হত। সকলকে টিকা দেওয়া যেত। সার্বিক টিকাকরণ হত।’’

মমতা বলেন, ‘‘নির্বাচনী সংস্কার হওয়া উচিত। চিরকুটে বদলি করে দিচ্ছে। বাংলার মেরুদণ্ড শক্তিশালী। বাংলার মেরুদণ্ড কখনও মাথা নিচু করে না। এখনও মনে করি, চক্রান্ত। কত টাকার হোটেল, বিমান ভাড়া, কত টাকা খরচ করেছে! এর চেয়ে ভাল হত, যদি ভ্যাকসিন দেওয়া হত। কেন্দ্রের কাছে ৩৫ হাজার কোটি কিছুই নয়। তবুও সকলের জন্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেনি। আমরা নিজের পয়সায় ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। আজ অবধি পাইনি। অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। কী অপরাধ করেছে বাংলা? শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়েছে। বাংলার মানুষের জয় মেনে নিতে পারছে না। সব প্রশাসক বদল করেছে। বিজেপি অফিস থেকে যা বলেছে, তাই করেছে।’’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও কারচুপি সম্পন্ন হয়েছে। এটা খুব দুঃখের ও লজ্জার বিষয়। নির্বাচনী ব্যবস্থার সংস্কার হওয়ার দরকার। ১৯৯৫ সাল থেকে এ নিয়ে আওয়াজ তুলছি। ৩টি নির্বাচিত মানুষ। আর কয়েক জন রিটায়ার্ড অফিসার। একটা চিরকুটে বদলি করে দিচ্ছে। এভাবে গণতন্ত্র রক্ষা হবে না।’’

নিজের দলের বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘‘বিধায়কদের বলব, এলাকায় যেন কোনও অশান্তি না হয়। কেউ দাঙ্গা করতে চাইলে এফআইআর করবেন। আরও বিনম্র হতে হবে। জনগণের কাছে পৌঁছাতে হবে। করোনা রোগীদের সাহায্য করুন। আমাদের ভাল কাজ করতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কোভিডে সাহায্য করতে হবে। যাতে অশান্তি না হয়, সেদিকে নজর রাখবেন। কোনও দাঙ্গাবাজদের রেহাই নয়। কোভিড আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর