৯ মে, ২০২১ ২০:২০

কাল তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ, থাকছে অনেক নতুন মুখ

অনলাইন ডেস্ক

কাল তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ, থাকছে অনেক নতুন মুখ

ফাইল ছবি

ওপার বাংলার বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। কাল সোমবার স্থানীয় সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। এবার পুরনোদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে মন্ত্রী পরিষদে। 

জানা গেছে, মোট ৪৩ জন মন্ত্রীর তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভনদেব চ্যাটার্জির মতো বর্ষীয়ান নেতারা। রয়েছেন সাধন‌ পান্ডে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচা, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু। মন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথ, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, ব্রাত্য বসু, সিদ্দিকুল্লা চৌধুরী, শশী পাঁজা, গুলাম রব্বানি।

উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে অমিত মিত্র। যদিও তিনি শারীরিক অসুস্থতার জন্য এবার ভোটে লড়েননি। অন্যদিকে, জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝিও। রয়েছে অনেক নতুন মুখও। মোট ১৭ টি নতুন মুখ রয়েছে।

সূত্র : আজকাল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর