রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
গাজীপুর

'ছিনতাইকারী' সন্দেহে গণপিটুনি নিহত ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোহাদিয়া গ্রামে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম (২৭)। অন্য দুজনের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতরা শ্রীপুরের গিলাশ্বর গ্রামের রাস্তায় দাঁড়িয়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। পরে পাশের সোহাদিয়া গ্রামে আটকিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশের দাবি, নিহত নুরুল ইসলাম প্রায় দেড় মাস আগে একই গ্রামের মানিক মিয়ার ছেলে জসিমকে (২২) খুন করে সিএনজি অটোরিকশা ছিনতাই করেন। তার নামে শ্রীপুর থানায় মামলা রয়েছে। তবে নুরুল ইসলামের মা নুরজা বেগম বলেন, 'এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রামে ওই রাতে কোনো হৈ-হুল্লোড়, চিৎকার বা গণপিটুনির ঘটনা ঘটেনি। প্রায় দেড় মাস আগে একই এলাকার জসিম উদ্দিন নামে এক ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়। ওই ঘটনায় আমার ছেলে জড়িত সন্দেহে চিহ্নিত লোকজন এ তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন একে গণপিটুনি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।'

সর্বশেষ খবর