মাদারীপুরের কালকিনিতে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাইকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো কালকিনি উপজেলার দক্ষিণ রাজদি গ্রামের চুন্নু হাওলদার (৩২) ও তার স্ত্রী কবিতা আক্তার (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বরিশালের বাবুগঞ্জ থেকে বাদল ফকিরের একটি ইজিবাইক ভাড়া করে মাদারীপুরে রওয়ানা হয় ছিনতাইকারী দম্পতি। মাদারীপুর জেলার কালকিনির বালিগ্রাম এলাকায় আসার পর ইজিবাইক চালককে নাকের সামনে রুমাল ধরে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে তারা পালিয়ে যায়। পিছনে থাকা অন্য গাড়ির চালক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার পাশে পুলিশের গাড়ি টহল দিচ্ছিল। ওই সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।