দিন কয়েক আগে মার্কিন সাংবাদিক জেমস ফোলের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএস। এ ঘটনার জের না কাটতে মঙ্গলবার আরেক মার্কিন সাংবাদিককে হত্যার ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। এ সাংবাদিকের নাম স্টিভেন সটলফ। সম্প্রতি সটলফের মা তার ছেলের প্রাণভিক্ষা চেয়ে আইএস নেতার কাছে আবেদন জানিয়েছিলেন।
আইএস বলেছে, তাদের হাতে ডেভিড ক্যাথর্ন হাইনেস নামের একজন ব্রিটিশ নাগরিক বন্দী রয়েছেন। মার্কিন প্রশাসন আইএস বিদ্রোহীদের ওপর হামলা চালানো থেকে বিরত না হলে হাইনেসকেও একইভাবে হত্যা করা হবে। মঙ্গলবার সটলফের শিরশ্ছেদের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছাড়া হয়। ভিডিও চিত্রটি আসল বলে নিশ্চিত হয়েছে মার্কিন বিশেষজ্ঞরা। এদিকে আবারও আইএসের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো যাবে না। তিনি আরও বলেন, আমাদের নাগাল পাওয়া অত সহজ নয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে। প্রসঙ্গত, ২০ আগস্ট প্রকাশ করা ভিডিওতে ৩১ বছর বয়সী সটলফকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাকে গত বছর সিরিয়া থেকে অপহরণ করা হয়। বিবিসি, আল জাজিরা।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        