রাজধানীর শাহজাহানপুরে অস্ত্র, গুলি, ককটেল ও জিহাদি বইসহ আনোয়ার হোসেন ওরফে উজ্জ্বল (৩২) নামে একজনকে আটক করেছে র্যাব। গতকাল বিকাল সোয়া ৩টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, তার কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৬টি ককটেল, ৮টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের বই উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তাদের ধারণা, উজ্জ্বল জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এবং কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে তিনি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি বহন করছিলেন।
র্যাব-৩-এর উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন আহমেদ জানান, উজ্জ্বল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্টারনেটভিত্তিক অপরাধের সঙ্গে সম্পৃক্ত। র্যাব দীর্ঘ সময় ধরে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জানতে পেরেছে, তিনি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি এবং স্বনামধন্য কিছু সরকারি সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।