মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে বাসায় ঢুকে মেডিকেল শিক্ষককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা. তারেক শামসকে (৩৬) নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকার নিজ বাসায় কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ চেষ্টা করা হয়েছে- তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। 

তারেক শামস চিকিৎসক শামসুল আলম এবং আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলমের ছেলে। নগরীর একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে তার ব্যক্তিগত চেম্বার। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহীদুল গনি বলেন, ডা. তারেক শামসের আঘাত বেশ মারাÍক। তার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, ডা. শামস নিজ বাসার নিচতলায়শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। স্ত্রী ছিলেন বাবার বাড়িতে। দোতলায় ছিলেন বাবা-মা। ভোরে শয়নকক্ষের দরজায় টোকা শুনে তিনি ঘুম থেকে উঠেন। দরজা খুলে বেরিয়ে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকার লোকজন এসে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। তবে বাসায় কোনো ডাকাতির ঘটনা ঘটেনি, মালামালও খোয়া যায়নি। পেশাগত, পূর্ব শক্রতা বা পারিবারিক বিরোধ থেকে এ ঘটনা ঘটছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

সর্বশেষ খবর