বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল মওকুফ নিয়ে টালবাহানা চলছে। প্রস্তাবের চার মাস পরও সেতু বিভাগ সিদ্ধান্ত দিতে পারেনি প্রস্তাবিত টোল মওকুফ হবে কিনা। অনানুষ্ঠানিক একটি বৈঠক করে তারা এ বিষয়টি চাপিয়ে দিয়েছে অর্থ বিভাগের ওপর। এখন বলছে, অর্থ বিভাগের মতামত পেলে টোল মওকুফ হতে পারে। সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম ভূইঞা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর টোল মওকুফ করা হয়েছে। প্রথম সেতুর টোল মওকুফের ব্যাপারে আমরা অর্থ বিভাগের মতামত চেয়েছি। যতটুকু জানি এ বিষয়ে তারা এখনো আমাদের কোনো মতামত দেয়নি।’ গত বছরের জুলাই থেকে হঠাৎ করেই সেতুতে নতুন হারে টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুতে চলাচলকারী বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব যানবাহনের চালক, শ্রমিক এবং মালিকরা এর প্রতিবাদ করেন। পরে আগস্টের শুরু থেকে অবরোধ ডেকে সেতুতে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন চালক-শ্রমিক-মালিকদের সমন্বয়ে গঠিত বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদ। অবরোধের চার দিনের মাথায় ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করে সংগ্রাম পরিষদ। পরে ১০ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিষয়টি নিয়ে সচিবালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সড়ক পরিবহন সমিতি, পরিবহন মালিক-শ্রমিক-ব্যবসায়ী-নাগরিক ঐক্য পরিষদ এবং ট্রাক-কাভার্ড ভ্যানের নেতারা। অনানুষ্ঠানিক ওই বৈঠকে বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল মওকুফের প্রস্তাব করা হয়। ওই বৈঠকের সূত্র ধরেই ১৬ আগস্ট টোল মওকুফের প্রস্তাবের বিপরীতে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি পাঠায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়— রাজধানীর যানজট নিরসন ও জনসাধারণের সহজ যাতায়াতের সুবিধার্থে ঢাকা মহানগরীর কেন্দ্রস্থল থেকে আশপাশের সেতুগুলোয় কোনো প্রকার টোল আদায় করা হয় না। একই কারণে বুড়িগঙ্গা সেতু-১ থেকেও কোনো টোল আদায় করা যুক্তিযুক্ত নয় বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মনে করে। এ ছাড়া ‘টোল নীতিমালা-২০১৪’ অনুযায়ী বুড়িগঙ্গা সেতু-১-এর টোলের হার বৃদ্ধি কার্যকরও কঠিন হয়ে পড়েছে বলে পত্রে উল্লেখ করা হয়। এদিকে গত আগস্টে এ ধরনের প্রস্তাব দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি সেতু বিভাগ। অর্থ বিভাগের মতামতের জন্য তারা অপেক্ষা করে আছে এখনো। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, আগস্টের চিঠির জবাব না পেয়ে ৩০ ডিসেম্বর অর্থ বিভাগে টোল মওকুফের ব্যাপারে মতামত দিতে আবারও তাগিদপত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলীল বলেন, আগস্টের ঘটনার পর থেকে বুড়িগঙ্গা সেতুতে নতুন হারে টোল আদায় হচ্ছে না। এ বিষয়টি এখন স্থিতাবস্থায় রয়েছে। অর্থ বিভাগের মতামত পেলে টোল মওকুফের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
বুড়িগঙ্গা সেতুর টোল নিয়ে টালবাহানা
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর