বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে হাওয়া ভবনের তৎকালীন কর্মচারী শামসুজোহা ফরহাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক হারুনুর রশীদ তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, ফরহাদের বিরুদ্ধে লন্ডনে তারেক রহমানের কাছে অর্থ পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে শামসুজোহার নামে রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা থাকার তথ্য পাওয়া গেছে। শামসুজোহার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে কমিশন থেকে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, শামসুজোহা ফরহাদ বিএনপি সরকারের সময় ড্যান্ডি ডায়িংয়ে কাজ করার সুবাদে তারেক রহমানের সংস্পর্শে আসেন। হাওয়া ভবনের কর্মচারী হওয়ার সুবাদে রাতারাতি বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্সসহ নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। কোটিপতি শামসুজোহা বর্তমানে মিরপুর রূপনগরে ছয় তলাবিশিষ্ট নিজের বাড়িতে থাকেন। হাওয়া ভবনের ওই কর্মচারী তারেক রহমানের টাকায় কোটিপতি হয়েছেন। শামসুজোহার সব অর্থই মূলত তারেক রহমানের দেওয়া। বর্তমানে শামসুজোহার অর্থ দিয়েই তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন— এমন তথ্য গতকালের জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বলে সূত্র জানায়। দুদক আরও জানায়, অভিযোগ অনুসন্ধানে দেশে ও বিদেশে তারেক রহমানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব আছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুদক সূত্র জানায়, এর আগে গত ১১ জানুয়ারি শামসুজোহার কাছ থেকে প্রাথমিক স্টেটমেন্ট নেওয়া হয়। ওই সময় তিনি যাবতীয় ব্যাংক হিসাব কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তাকে দিতে পারেননি। এ জন্য তিনি এক সপ্তাহ সময় নিয়েছিলেন। সে অনুসারে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
তারেকের অবৈধ সম্পদ অনুসন্ধান
হাওয়া ভবন কর্মচারীকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর