রূপগঞ্জে অনুমোদন ছাড়াই কৃষকদের আবাদি জমি জোরপূর্বক দখল করে বালু ভরাটের পাঁয়তারা, স্থানীয় কৃষকদের জমিতে সাইনবোর্ড স্থাপন, মামলা-হামলার হুমকিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে পূর্বাচল রিডিম সিটি নামে একটি আবাসন প্রকল্পের নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার রুহিলা, আগলা, বাটপাড়া, বাগলা, দুয়ারাসহ বেশ কয়েকটি গ্রামের কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দফতরের আবাদি জমিতে অবৈধভাবে বালু ভরাট স্থগিতের দাবিতে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেছেন। কৃষকরা জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের রুহিলা এলাকায় প্রায় ১ হাজার বিঘা জমির ওপর আবাদি কৃষি প্রকল্প রয়েছে। ওই প্রকল্পে রুহিলা, আগলা, বাটপাড়া, বাগলা, দুয়ারাসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের জমি রয়েছে। এসব গ্রামের মানুষের একমাত্র পেশা কৃষি। কৃষি কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এ ছাড়া এ প্রকল্পে উত্পাদিত ইরি, বোরো ধান ও শীতকালীন আমন চাষ, মত্স্য চাষ, বিভিন্ন প্রকার ফল ফলাদি, শাকসবজি রূপগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের চাহিদা মেটায়। কয়েক মাস আগে স্থানীয় জামান, আবদুস সাত্তার, সৈকত, সোহেল, মাহাবুবসহ আরও বেশ কয়েকজন রুহিলা এলাকার কৃষকদের আবাদি এ প্রকল্পের জন্য কয়েক দফায় খণ্ড খণ্ড করে কয়েক স্থানে ৯০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর তারা এসব জমিতে রিডিম পূর্বাচল সিটি নামে একটি আবাসন প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করেন। তাদের ক্রয়কৃত জমির পাশাপাশি জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমিতেও সাইনবোর্ড স্থাপন শুরু করেন। ইতিমধ্যে জবরদখলের ভয়ে কৃষকরা তাদের জমিতে নিজস্ব সাইনবোর্ড স্থাপন করতে শুরু করেছেন। কৃষকরা কেউ প্রতিবাদ করলে তাদের মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে। অবহেলিত এসব গ্রামের কৃষকদের জমি জোরপূর্বক দখল করে বালু ভরাটের পাঁয়তারা করছে আবাসন প্রকল্পে নিয়োজিত সন্ত্রাসীরা। কৃষকদের একটাই কথা ‘জান দেব তবুও জমি দেব না’। কৃষকরা আবাসন প্রকল্প অপসারণ ও বালু ভরাট স্থগিতের দাবি জানান। তা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এর আগে, শুক্রবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের রুহিলা এলাকায় বিক্ষুব্ধ কৃষকরা দখলদারদের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি রুহিলাসহ আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাজী আবদুস সালাম, সিরাজ উদ্দিন, হাজী আবদুল বরকত মাস্টার, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। মিছিলে কৃষকদের পাশাপাশি নারীরাও অংশ গ্রহণ করেন। ভুক্তভোগী কৃষকরা আরও জানান, দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় বেশ কয়েকজন কৃষকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, কৃষকদের জমি জবরদখল করে সাইনবোর্ড স্থাপন ও বালু ভরাট করা অন্যায়। ওই আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য