শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

স্বামীর এসিডে ঝলসে গেছে স্ত্রী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে রত্না আক্তার (১৮) নামের এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। গতকাল সকালে উপজেলার খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। দাম্পত্য কলহের জের ধরে স্বামী সজীব হাওলাদার (২৫) এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

রত্নার বাবা রফিক মাস্টার জানান, দুই বছর আগে প্রতিবেশী নওয়াব হাওলাদারের ছেলে সজীবের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। প্রায়ই রত্নাকে মারধর করাসহ বিভিন্নভাবে নির্যাতন চালাত। এ কারণে রত্না স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে। নির্যাতনের ভয়ে সে ওই বাড়িতে যেতে চাইত না। বুধবার  সজীব জোর করে রত্নাকে নিয়ে যায়। পরে সে পালিয়ে আবার বাবার বাড়ি চলে আসে। এতে ক্ষীপ্ত হয়ে স্বামী সজীব গতকাল ভোরে শ্বশুরবাড়িতে এসে রত্না ঘর থেকে বের হলে তার গায়ে এসিড ছুড়ে পালিয়ে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, এসিডে গৃহবধূর শরীরের বাম দিকের অংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল জানান, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সজীবকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর