দেশের মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলা সবজির এলাকা বলে সুপরিচিত। এখানে ‘লটকন’ চাষেরও রয়েছে ব্যাপক খ্যাতি। আর এ খ্যাতিতে যুক্ত হয়েছে বিদেশে চাহিদা। ফলে এরই মধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজার দখল করে নিয়েছে শিবপুরের লটকন। উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক গ্রামে লটকন চাষ হয়। জ্যৈষ্ঠ-আষাঢ়-শ্রাবণ মাস এলেই এ অঞ্চলের কৃষকরা ‘লটকন’ গাছের পরিচর্যা ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন। উপজেলার এমন কোনো বাড়ি নেই যেখানে একটি লটকন গাছ পাওয়া যাবে না। আঙিনা থেকে শুরু করে প্রায় সব স্থানেই দেখা মেলে লটকন গাছের। একেকটি গাছে প্রচুর লটকনের ফলন হয়। গাছজুড়ে থাকে শুধু লটকন আর লটকন। তখন গাছের পাতা, ডাল কিছুই দেখা যায় না। স্থানীয়রা জানান, এই মৌসুমে দম ফেলার ফুরসত থাকে না কৃষক-কৃষাণির। এ অঞ্চলের লটকন মধ্যপ্রাচ্য ও ইউরোপের ২০-২৫টি দেশে রপ্তানি করা হচ্ছে। এতে আয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। সরেজমিন দেখা যায়, লাখপুর, শিমুলিয়া, আলীনগর, পাড়াতলা, দুলালপুর, চণ্ডিবর্দী, ভিটিচিনাদী, বিলচিনাদী, দরগারবন্দ, কাজিরচর, হরণখোলা, মানিকদী, নন্দীগাঁও, বাহেরখোলা, ব্রজেরকান্দী, সাধারচর, মৈশাদী, তাতারকান্দী, শুকুন্দী, কালুয়ারকান্দা, সৈয়দেরখোলা, মিয়ারগাঁও, মাছিমপুর, সৈয়দনগর, পুটিয়া, সুনারুতলা, বেতাগিয়া, কামরাবপুব, সুজাতপুর, জাগড়র, ধুপিরটেক, মধ্যনগর, অষ্টানী মিলিয়ে প্রায় দুই শতাধিক গ্রামের বাড়িতে বাড়িতে লটকন চাষ হচ্ছে। জমিতে চাষ করার পরও বাড়ির লোকজন অনেকটা শখ করে আঙিনায় লটকন গাছ রোপণ করেন। এসব গ্রাম থেকে প্রতিদিন পাইকাররা লটকন কিনে নেন। শিবপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে শিবপুরে। জেলার ৬২৫ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। এর মধ্যে শিবপুর উপজেলায়ই চাষ হয়েছে ৪২৫ হেক্টরে। প্রতি মৌসুমে প্রায় ৮ হাজার মেট্রিক টন লটকন উৎপাদন হয়, যার আনুমানিক দাম ২৪-২৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, লটকন গাছের কাণ্ডে ফলে। পুষ্টির সুসমতা ও আবহাওয়া অনুকূলে থাকলে গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত ঝোপায় ঝোপায় এত বেশি ফল আসে যে তখন গাছের কাণ্ড বা ডাল দেখা যায় না। লটকন পাকার ৫০-৬০ দিন আগে গাছপ্রতি ৫০ গ্রাম পটাশ পানির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিলে ফলের মিষ্টতা বাড়ে। ১০ বছর বয়সী একটি লটকন গাছে গড়ে ২০০ কেজি লটকন ধরে। ফল হিসেবে লটকন যেমন খাদ্যমানে ভরপুর, তেমনি ক্যালসিয়াম ক্যারোটিন ও খনিজ লবণে সমৃদ্ধ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক লতাফত হোসেন জানান, এ অঞ্চলের লটকন শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক চাহিদা তৈরি করেছে। সবচেয়ে বেশি চাহিদা মধ্যপ্রাচ্য ও ইউরোপে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কৃষি সংবাদ
ইউরোপ-মধ্যপ্রাচ্যে শিবপুরের লটকন
শেখ সফিউদ্দিন জিন্নাহ্, শিবপুর (নরসিংদী) থেকে ফিরে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর