অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলো। রামনাবাদের অভ্যন্তরীণ ইনার চ্যানেল চারিপাড়া পয়েন্টে গতকাল বিকালে ১২ হাজার ৫০২ মেট্রিক টন ক্লিঙ্কারবাহী মাদার ভেসেল এমভি এফ এস বিচ থেকে লাইটার জাহাজ এমভি চান সরদারে পণ্য লোড করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। মালয়েশিয়া থেকে মাদার ভেসেলটি মদিনা গ্রুপের ওই পরিমাণ ক্লিঙ্কার নিয়ে ১৪ আগস্ট বহির্নোঙরে এসে পৌঁছায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পণ্য এতদিন খালাস করা যায়নি। এমভি চান সরদারে ১ হাজার ১০০ মেট্রিক টন বোঝাই করা হবে। আগামী ৮ সেপ্টেম্বর মদিনা গ্রুপের আরও তিনটি জাহাজ হাজি সেলিম-২, হাজি সেলিম-১ ও বেগম সালেহা বাকি পণ্য নিয়ে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে। পণ্য খালাসের আনুষ্ঠানিকতা শুরু হয় মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে। এ সময় বন্দর চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান, মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সোলায়মান সেলিম, মদিনা গ্রুপের ডিজিএম মাহাবুব আলম, ডিজিএম কামরুল হাসান, উপদেষ্টা গোলাম হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মাদার ভেসেল এফ এস বিচের ক্যাপ্টেন ডোয়ান মাই ফু জানান, সাগর মোহনা থেকে এ চ্যানেলের চারিপাড়া পয়েন্টে পণ্যবাহী জাহাজ নিয়ে আসতে নাব্যতা সমস্যায় পড়তে হয়নি। বরং তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। এমভি চান সরদারের মাস্টার নিজাম উদ্দিন বলেন, ‘আমি প্রথম জাহাজে এ বন্দর থেকে পণ্য বহন করতে পেরে ইতিহাসের অংশ হলাম। এতে আমি আনন্দিত, আপ্লুত।’ তিনি জানান, দুর্যোগকালেও এ বন্দরের রামনাবাদ চ্যানেলে পণ্য খালাস করতে কোনো সমস্যা হবে না। পায়রা বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম হাবিব-উল-আলম জানান, বহির্নোঙর থেকে পণ্যবাহী মাদার ভেসেল রামনাবাদ চ্যানেলে নিয়ে আসতে কোনো সমস্যা হয়নি। পড়তে হয়নি কোনো শঙ্কায়। কোনো ধরনের ড্রেজিং ছাড়াই নির্বিঘ্নে পণ্যবাহী জাহাজ খালাস করতে পেরে সবাই আনন্দিত। বন্দর সূত্রে জানা গেছে, আজ প্রথম পণ্যবাহী জাহাজ ফরচুন বার্ড পণ্য খালাসের জন্য রামনাবাদ চ্যানেলে এসে পৌঁছবে। এ ছাড়া আরও কয়েকটি পণ্যবাহী মাদার ভেসেল রামনাবাদ চ্যানেলে এসে পৌঁছবে। মোট কথা, পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে এখন পণ্য খালাসের কার্যক্রম চলছে জোরেশোরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে ১৩ আগস্ট দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় পণ্য খালাস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
যাত্রা শুরু করল পায়রা বন্দর
পণ্য খালাস শুরু, অপেক্ষায় আরও তিন জাহাজ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর