তারকাদের মিলনমেলায় পরিণত হয় দেশের প্রাচীনতম দৈনিক আজাদীর প্রকাশনার ৫৭ বছর পূর্তি অনুষ্ঠান। এতে দেশের শীর্ষ জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর সম্পাদকসহ বরেণ্য বুদ্ধিজীবী, ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ সমাজের প্রতিনিধিত্বশীলরা উপস্থিত ছিলেন। শনিবার রাতে চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘শুভেচ্ছা ভোজ সভা’ অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলনমেলায় দেশের স্বনামধন্য মিডিয়ার সম্পাদকগণ অভিমত ব্যক্ত করে বলেন, অবহেলিত চট্টগ্রামের উন্নয়ন এবং এ জনপদে আলোকিত মানুষ সৃষ্টিতে দৈনিক আজাদী প্রতিষ্ঠার মাধ্যমে ইঞ্জিনিয়ার আবদুল খালেক অতুলনীয় দূরদর্শিতা দেখিয়েছিলেন। আর তার দেখানো পথ ধরে প্রফেসর মোহাম্মদ খালেদ উত্তরোত্তর সমৃদ্ধ করেছেন আজাদীকে। এ দুই মহান ব্যক্তিত্ব তাদের জীবৎকালে দেখিয়ে গেছেন মানব মুক্তি এবং সমাজ মুক্তির লক্ষ্যে কাজ করাই সাংবাদিকদের প্রকৃষ্ট পথ। অনুষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার আবদুল খালেককে একুশে পদক এবং দৈনিক আজাদীকে একটি লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়ারও আহ্বান জানানো হয়। এতে আজাদী সম্পাদক এম এ মালেক স্বাগত বক্তব্যে সমবেত সবাইকেই ‘প্রধান অতিথি’ বলে সম্বোধন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ফজলে করিম চৌধুরী এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরেণ্য বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ড. অনুপম সেন, চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ টু ডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, দ্যা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির, দৈনিক পূর্বকোণ সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সেক্রেটারি মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মাহমুদুর রহমান এবং গণমাধ্যম গবেষক মুহাম্মদ জাহাঙ্গীর, ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য সোলায়মান আলম শেঠ প্রমুখ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ