তারকাদের মিলনমেলায় পরিণত হয় দেশের প্রাচীনতম দৈনিক আজাদীর প্রকাশনার ৫৭ বছর পূর্তি অনুষ্ঠান। এতে দেশের শীর্ষ জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর সম্পাদকসহ বরেণ্য বুদ্ধিজীবী, ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ সমাজের প্রতিনিধিত্বশীলরা উপস্থিত ছিলেন। শনিবার রাতে চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘শুভেচ্ছা ভোজ সভা’ অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলনমেলায় দেশের স্বনামধন্য মিডিয়ার সম্পাদকগণ অভিমত ব্যক্ত করে বলেন, অবহেলিত চট্টগ্রামের উন্নয়ন এবং এ জনপদে আলোকিত মানুষ সৃষ্টিতে দৈনিক আজাদী প্রতিষ্ঠার মাধ্যমে ইঞ্জিনিয়ার আবদুল খালেক অতুলনীয় দূরদর্শিতা দেখিয়েছিলেন। আর তার দেখানো পথ ধরে প্রফেসর মোহাম্মদ খালেদ উত্তরোত্তর সমৃদ্ধ করেছেন আজাদীকে। এ দুই মহান ব্যক্তিত্ব তাদের জীবৎকালে দেখিয়ে গেছেন মানব মুক্তি এবং সমাজ মুক্তির লক্ষ্যে কাজ করাই সাংবাদিকদের প্রকৃষ্ট পথ। অনুষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার আবদুল খালেককে একুশে পদক এবং দৈনিক আজাদীকে একটি লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়ারও আহ্বান জানানো হয়। এতে আজাদী সম্পাদক এম এ মালেক স্বাগত বক্তব্যে সমবেত সবাইকেই ‘প্রধান অতিথি’ বলে সম্বোধন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ফজলে করিম চৌধুরী এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরেণ্য বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ড. অনুপম সেন, চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ টু ডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, দ্যা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির, দৈনিক পূর্বকোণ সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সেক্রেটারি মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মাহমুদুর রহমান এবং গণমাধ্যম গবেষক মুহাম্মদ জাহাঙ্গীর, ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য সোলায়মান আলম শেঠ প্রমুখ।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
আজাদীর ৫৭ বছরে বর্ণাঢ্য উৎসব
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর