তারকাদের মিলনমেলায় পরিণত হয় দেশের প্রাচীনতম দৈনিক আজাদীর প্রকাশনার ৫৭ বছর পূর্তি অনুষ্ঠান। এতে দেশের শীর্ষ জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর সম্পাদকসহ বরেণ্য বুদ্ধিজীবী, ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ সমাজের প্রতিনিধিত্বশীলরা উপস্থিত ছিলেন। শনিবার রাতে চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘শুভেচ্ছা ভোজ সভা’ অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলনমেলায় দেশের স্বনামধন্য মিডিয়ার সম্পাদকগণ অভিমত ব্যক্ত করে বলেন, অবহেলিত চট্টগ্রামের উন্নয়ন এবং এ জনপদে আলোকিত মানুষ সৃষ্টিতে দৈনিক আজাদী প্রতিষ্ঠার মাধ্যমে ইঞ্জিনিয়ার আবদুল খালেক অতুলনীয় দূরদর্শিতা দেখিয়েছিলেন। আর তার দেখানো পথ ধরে প্রফেসর মোহাম্মদ খালেদ উত্তরোত্তর সমৃদ্ধ করেছেন আজাদীকে। এ দুই মহান ব্যক্তিত্ব তাদের জীবৎকালে দেখিয়ে গেছেন মানব মুক্তি এবং সমাজ মুক্তির লক্ষ্যে কাজ করাই সাংবাদিকদের প্রকৃষ্ট পথ। অনুষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার আবদুল খালেককে একুশে পদক এবং দৈনিক আজাদীকে একটি লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়ারও আহ্বান জানানো হয়। এতে আজাদী সম্পাদক এম এ মালেক স্বাগত বক্তব্যে সমবেত সবাইকেই ‘প্রধান অতিথি’ বলে সম্বোধন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ফজলে করিম চৌধুরী এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরেণ্য বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ড. অনুপম সেন, চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ টু ডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, দ্যা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির, দৈনিক পূর্বকোণ সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সেক্রেটারি মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মাহমুদুর রহমান এবং গণমাধ্যম গবেষক মুহাম্মদ জাহাঙ্গীর, ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য সোলায়মান আলম শেঠ প্রমুখ।
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
আজাদীর ৫৭ বছরে বর্ণাঢ্য উৎসব
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর