মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
তনু হত্যার ছয় মাস

পরিবারের হতাশা বেড়েই চলেছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ৬ মাস পূর্ণ হলো আজ। তবে এ মামলার অগ্রগতি নিয়ে হতাশা বেড়েই চলেছে তনু পরিবারে। তারা দ্রুত বিচার চাইলেও মামলা চলছে শম্বুক গতিতে।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘ঈদ করেছি গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুরে। গতকাল সেনানিবাসের বাসায় ফিরেছি। বাসায় এলেই তনুর কথা মনে হয়। এখানে ওখানে তনুর ছোঁয়া লেগে আছে। তনুর বাবার শরীর ভালো যাচ্ছে না। প্রায়ই চিকিৎসকের নিকট যেতে হচ্ছে। দীর্ঘদিন হলেও সন্দেহভাজনদের ডিএনএ মিলানো হচ্ছে না। আমরা চাই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের যেন শনাক্ত করা হয়।’

অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার এএসপি জালাল উদ্দীন আহমেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সর্বশেষ খবর