এই আধুনিক মানবতার যুগে এ কেমন বর্বরতা। এ কেমন নৃশংসতা। অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের সন্তানকে হত্যা করেছেন বাবা-মা! আঁতকে ওঠার মতো এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ জারুলিয়া গ্রামে। প্রতিবেশী প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে বাবা-মা মিলে সাত বছর বয়সী সন্তান ইফা আক্তারকে হত্যা করেছেন! আরেক সন্তান রিফা আক্তারও তাদের নির্মমতা থেকে রক্ষা পায়নি, ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে ক্ষতবিক্ষত। পাষণ্ড সেই ঘাতক বাবা আবদুশ শহীদ লিটন (৩০) ধরা পড়েছে র্যাবের কাছে। জানা যায়, হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ জারুলিয়া গ্রামের আবদুশ শহীদ লিটন ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী আবদুর রউফ, সোহেল ও রফিক গংদের বিবাদ ছিল। এ বিবাদকে কেন্দ্র করে লিটনদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় লিটনের সৎ ভাই শাওয়াল প্রতিপক্ষ রফিককে টেঁটাবিদ্ধ করে। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেয় প্রতিপক্ষ। মামলা থেকে বাঁচতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে লিটন স্ত্রী মিলন বেগমের সঙ্গে পরিকল্পনা আঁটে নিজ সন্তান ইফাকে হত্যার। পরিকল্পনা মতে ২১ আগস্ট রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইফা আক্তারকে হত্যা করে লিটন। একইসঙ্গে আরেক সন্তান রিফাকেও কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর ইফাকে প্রতিপক্ষ আবদুর রউফসহ অন্যরা হত্যা করেছে বলে প্রচার করতে থাকে লিটন। কিন্তু তার ছলচাতুরী ধরা পড়ে যাওয়ায় আত্মগোপনে চলে যায় সে। চাঞ্চল্যকর এ ঘটনার অনুসন্ধানে নামে র্যাব। একপর্যায়ে লিটনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র্যাবের গোয়েন্দা টিম। সোমবার গভীর রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন থেকে আবদুশ শহীদ লিটনকে গ্রেফতার করে র্যাব। র্যাব-৯ এর এএসপি মোহাম্মদ জিয়াউল হক জানান, জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেছে লিটন। প্রতিপক্ষকে ফাঁসাতে এবং নিজে প্রতিপক্ষের মামলা থেকে বাঁচতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমনটি করেছে বলে স্বীকার করে লিটন।
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন