শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর সাকিমআলী মাদবরকান্দি গ্রামে সৌরবিদ্যুতের সঞ্চালন লাইনে প্রিপেইড মিটার চালু করে উপকূলীয় বিদ্যুতায়ন ও মহিলা সমিতি ‘জাতিসংঘ জলবায়ু পুরস্কার’ পেতে যাচ্ছে। জার্মানিভিত্তিক সংস্থা সোল সেয়ারের প্রকল্প ব্যবস্থাপক মুরাদ হোসেন জানান, দুর্গম গ্রামে দরিদ্র জনগোষ্ঠীকে বিদ্যুেসবা দেওয়ার জন্য পরীক্ষামূলকভাবে সঞ্চালন লাইনে প্রিপেইড মিটারের ব্যবহার চালু করা হয়েছে। তিনি বলেন, ‘প্রকল্পটি সফল হয়েছে। এখন দেশের বিভিন্ন এলাকায় প্রকল্পটি সম্প্রসারণ করা হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য, সঞ্চালন লাইনের সাহায্যে সফটওয়্যার নিয়ন্ত্রিত প্রিপেইড মিটার ব্যবহার করে গ্রাহকরা যাতে সৌরবিদ্যুৎ ক্রয়-বিক্রয় করতে পারেন। এ প্রকল্পটির জন্য আমরা জাতিসংঘ জলবায়ু পুরস্কার পেতে যাচ্ছি পাচ্ছি।’ উপকূলীয় বিদ্যুতায়ন ও মহিলা সমিতির ব্যবস্থাপক সোহরাব হোসেন জানান, ‘সোল সেয়ার প্রতিষ্ঠানের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে আমাদের প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে সঞ্চালন লাইনের সাহায্যে প্রিপেইড মিটারের মাধ্যমে সৌরবিদ্যুৎ সরবরাহ করার প্রকল্প চালু করেছে। ওই গ্রামে আটটি পরিবার এ সেবা পাচ্ছে। সেখানে ১০০ ওয়াটের দুটি প্যানেল স্থাপন করা হয়েছে। ওই প্যানেল থেকে আটটি পরিবারে সফটওয়্যার নিয়ন্ত্রিত আটটি মিটার স্থাপন করা হয়েছে। ওই বিশেষ মিটারের মাধ্যমে একজন গ্রাহক আরেকজন গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় করতে পারছেন। মিটারে সফটওয়্যার নিয়ন্ত্রিত এসডিকার্ড স্থাপন করা হয়েছে। ওই কার্ড মোবাইলে ভরে মিটার রিচার্জ করা হয়। আমাদের একটি ১০০ ওয়াটের প্যানেল তাদের (আটজন গ্রাহকের) বিদ্যুৎ সরবরাহের ব্যাকআপ হিসেবে কাজ করছে।’ গত শনিবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, উপকূলীয় বিদ্যুতায়ন ও মহিলা সমিতি গ্রামের আবুল কালাম মাদবরের ঘরে একটি ১০০ ওয়াট সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করেছে। ওই প্যানেল থেকে ছয়টি পরিবারে সঞ্চালন লাইনের সাহায্যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে আলাদা সফটওয়্যার নিয়ন্ত্রিত মিটার স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছয়টি পরিবার ঘরে টেলিভিশন, ফ্যান ও একাধিক বাতি লাগিয়েছে। এর মধ্যে সালাম মাদবরের ঘরে আরেকটি ১০০ ওয়াটের প্যানেল স্থাপন করা হয়েছে। ওই প্যানেল থেকে তিনি পানি উত্তোলনের পাম্প মেশিন ও ধান থেকে চাল মাড়াই মেশিন চালান। তার মিটার থেকে শেল মাদবরের ঘরে একটি সংযোগ দেওয়া হয়েছে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল