শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
পার্বতীপুরে শিশু ধর্ষণ

সাইফুলকে টানা জিজ্ঞাসাবাদের উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে একটানা জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তাকে গতকাল পার্বতীপুর মডেল থানায় আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পার্বতীপুর থানার এসআই স্বপন কুমার চৌধুরী গতকাল বিকালে জানান, বিশেষ সেল গঠন করে রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। থানার ওসি মাহমুদুল আলম জানান, সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। জিজ্ঞাসাবাদের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে টিম (সেল) গঠন করা হয়েছে। থানা সূত্র আরও জানিয়েছে, এ ধর্ষণের ঘটনায় আলামত হিসেবে উদ্ধারকৃত শিশুটির কাপড়-চোপড় পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বাড়ির বাইরে খেলতে যাওয়ার পর ওই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। পরে ১৯ অক্টোবর ভোর ৬টায় ওই শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল  হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে অপর আসামি আফজাল হোসেন কবিরাজকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর