শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলা এলাকার গয়েশবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সাঁথিয়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে বিপ্লব বেপারী ওরফে বিপলু ও একই উপজেলার পাইকশা গ্রামের মোতালেব হোসেন মিস্ত্রির ছেলে ময়েন উদ্দিন মদন।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস জানান, আতাইকুলা থানার গয়েশবাড়ি গ্রামের একটি বাড়িতে সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—  এমন সংবাদে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় বিপলু ও মদন নামে দুই সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নিহত বিপ্লব বেপারী ওরফে বিপলু ও ময়েন উদ্দিন মদন স্থানীয় চরমপন্থি দলের সদস্য এবং শাহজাহান মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

সর্বশেষ খবর