রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী খাদিজার মাথার সেলাই কাটা হবে আগামীকাল। এরপর তাকে বৃহস্পতি অথবা শুক্রবার সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড -এ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল স্কয়ারের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালটেন্ট ডা. মির্জা নাজিমউদ্দিন এসব জানিয়েছেন। যেহেতু এটি বড় ধরনের ইনজুরি তাই তার সুস্থ হতে বেশি সময় লাগছে জানিয়ে ডা. নাজিম বলেন, আগের চেয়ে খাদিজার শারীরিক অবস্থা অনেক ভালো। আশা করছি আরও ভালো হবে। দু-একদিনের মধ্যে তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। খাদিজার বাবা মাসুক মিয়া জানান, এ সপ্তাহের মধ্যে তার মেয়েকে সাভারে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো দিন ঠিক করা হয়নি। খাদিজার বাম হাত ছাড়া অন্য সব ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সে দুই হাত এবং দুই পা নাড়াচাড়া করতে পারছে। এছাড়া শোয়া থেকে ধরে উঠালে বিছানা ও হুইল চেয়ারে বসে থাকতে পারছে। কিন্তু হাঁটতে পারছে না। তাকে সব ধরনের খাবার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন শাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর গত ১৭ অক্টোবর তার ডান হাত এবং গত ৮ নভেম্বর বাম হাতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাকে স্কয়ার হাসপাতালের ১১২৯ নম্বর কেবিনে রাখা হয়েছে।
শিরোনাম
- রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
হাত-পা নড়াচড়া করতে পারছে খাদিজা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর