সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

‘বড় ছাঁটাইয়ের পথে’ আনন্দবাজার গ্রুপ

প্রতিদিন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ও ইংরেজি ভাষার অন্যতম শীর্ষ দুই সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ও দ্য টেলিগ্রাফে বড় ধরনের ছাঁটাই হচ্ছে বলে খবর দিয়েছে অনলাইন নিউজপোর্টাল দ্য কুইন্ট। খবর বিডিনিউজের।

শনিবার কুইন্টের এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই পত্রিকার মালিক প্রতিষ্ঠান আনন্দবাজার গ্রুপ তাদের কর্মী বাহিনীর ৪০ শতাংশ ছাঁটাই করতে পারে, যা তাত্ক্ষণিকভাবে কার্যকর হবে বলে ‘অনানুষ্ঠানিকভাবে’ কর্মীদের জানানো হয়েছে। ভারতের ‘ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্টের’ অধীনে মজুরি বোর্ড  নির্ধারিত বেতন কাঠামোয় কর্মরত সাংবাদিকদের ওই নোটিস দেওয়ার পর বুধবার আনন্দবাজার গ্রুপের এই ছাঁটাই পরিকল্পনার খবর প্রকাশিত হয় বলে কুইন্টের তথ্য। ওই নোটিসে বলা হয়েছে, সাংবাদিক ও অন?্য বিভাগের যে কর্মীদের আর প্রয়োজন নেই, তারা অবসরে যাওয়ার সময় পর্যন্ত বর্তমান হারে মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। যারা মজুরি  বোর্ডের অধীনে রয়েছেন তাদের কোম্পানির প্রস্তাব গ্রহণ করে ২০১৭ সালের ১৫ জানুয়ারির মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। কুইন্ট লিখেছে, এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে তারা  যোগাযোগ করলেও আনন্দবাজার পত্রিকা গ্রুপের কোনো সাড়া পায়নি। ই-মেইলে তাদের লিখিত প্রশ্নেরও কোনো উত্তর আসেনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর