মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাণিজ্যিক যাত্রা শুরু রেডিও ক্যাপিটালের

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক যাত্রা শুরু রেডিও ক্যাপিটালের

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল কেক কেটে রেডিও ক্যাপিটালের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান —বাংলাদেশ প্রতিদিন

বাণিজ্যিক সম্প্রচার শুরু করল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮। গত রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার সেমিনার হলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান কেক কেটে নতুন এই এফএম রেডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তরুণ প্রজন্মের শ্রোতাদের যাত্রা শুরু করা রেডিওটি দেশের সব শ্রেণি-পেশার শ্রোতার মন জয় করে শিগগিরই স্থানীয় এফএম রেডিওগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেডিওটির সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্টরা। ২৫ নভেম্বর পরীক্ষামূলকভাবে রেডিওটির সম্প্রচার শুরু হয়। ২৪ ঘণ্টা গান, বিনোদন, সম্ভাবনার বাংলাদেশ, লাইভ মিউজিক, বাস্তব জীবননির্ভর কাহিনী ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে রেডিও ক্যাপিটালের অনুষ্ঠানসূচি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তার বক্তব্যে অনুষ্ঠানে আগত অতিথিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রেডিও ক্যাপিটালের প্রতি রইল শুভ কামনা। রেডিওটি সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় আমি সে কামনাই করব।’ বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ দেশের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের দিকনির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। বসুন্ধরা গ্রুপ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে শিক্ষামূলক ও বিনোদনধর্মী টেলিভিশন নিয়ে কাজ করার।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.), বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.), বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (ল্যান্ড) লিয়াকত হোসেন, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) বিদ্যুৎ কুমার ভৌমিক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপস্থাপক আবদুন নূর তুষার ও সংগীতশিল্পী শাফিন আহমেদ।

কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ‘রেডিও ক্যাপিটাল আজ যে যাত্রা শুরু করেছে তাকে আমি জয়যাত্রা বলব। আমি বিশ্বাস করি, বসুন্ধরা গ্রুপের অন্যান্য মিডিয়ার মতো এই রেডিওটিও অল্প সময়ে সবার মন জয় করে নেবে।’

সর্বশেষ খবর